মানুষ যখন বিয়ে করে তার নতুন একটা জীবন শুরু হয়। আর সেই জীবন কে বলে বিবাহিত জীবন। বিবাহিত জীবন কেমন হবে এটা নির্ভর করছে স্বামী বা স্ত্রীর মানসিক অবস্থা আচার ব্যবহার পারস্পারিক বোঝাপড়া বিশ্বাস ভালবাসা ইত্যাদির উপর। কোন কোন পুরুষ বা স্ত্রী বিবাহিত জীবনে সুখী হবে কিনা নির্ভর করছে বিশ্বাস এর উপর।
প্রতিটি পুরুষ বা স্ত্রীর রয়েছে স্বাধীনতা । যেহেতু প্রতিটি মানুষ আলাদা তাই তাদের প্রত্যেকের নিজ্জেস্ব মতামত ভাল লাগা ইচ্ছা রয়েছে। সেগুলোকে অবশই গুরুত্ব দিতে হবে। এক তরফা ভাবে কখনই ভেবে নেয়া উচিত নয় যে আমি সঠিক সে মিথ্যা। কারণ পৃথিবীতে প্রকৃত ও পরম ভাবে সঠিক সিদ্ধান্ত কেবল খোদা বা ঈশ্বর নিতে পারেন। মানুষ সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বলতে পারে না যে এটাই সঠিক সিদ্ধান্ত। তাই বোঝাপড়া করতে হবে দুজনের মধ্যে।
Table of Contents
Toggle Table of Contentএকটু একা নির্জনে গিয়ে সময় কাটান।
ভাবুন ভালবাসার কথা।
বিশ্বাস করুন একে অপরকে।
অনেক সময় পারিবারিক অশান্তির কথা আমরা কাউকে বলতে পারি না। তাই এই বইটি পড়ুন। দিক নির্দেশনা পেয়ে যাবেন। সুখী হন।
Carl-Semmelroth-The-Anger-Habit-in-Parenting_-A-New-Approach-to-Understanding-and-Resolving-Family-Conflict-Sourcebooks-Inc.-2005এই ইবুক টি ডাউনলোড করুন
Free ebook download pdf