colorgeo.com

Disaster and Earth Science

‘বর্ণালী’ মাসিক ম্যাগাজিন, অক্টোবর সংখ্যা, ২০২০

Magazine
Magazine
‘বর্ণালী’ মাসিক ম্যাগাজিন, অক্টোবর সংখ্যা, ২০২০

ভূতত্ত্ব সাহিত্য সংঘ থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন ‘বর্ণালী’র তৃতীয় অনলাইন সংস্করণটি আজ প্রকাশিত হলো।

বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানেনা এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই। মার্ক টোয়েইনের এই কথা থেকেই বুঝা যায় বই পড়ার গুরুত্ব কতটুকু। বর্তমানে লেখক ও পাঠকের কাছে অধিক গ্রহণযোগ্য ম্যাগাজিনটি আপনাদের দিচ্ছে সাহিত্য চর্চার বিশাল সুযোগ। বর্তমানে দেশের একাধিক ধর্ষণের ঘটনায় লেখকদের প্রতিবাদ, জীবনের গল্প, করোনা পরিস্থিতি, লেখকের চিন্তাচেতনা ও প্রকৃতি ভাবনা নিয়ে থাকছে আমাদের এবারের আয়োজন। ম্যাগাজিনটি প্রকাশে যারা অবদান রেখেছেন তাদের কাছে আমরা ‘টিম বর্ণালী’ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।-