বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র- ১ম খণ্ড- ১৫তম খণ্ডে মোট পৃষ্ঠা ১১৬৭১ টি।
বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের দলিল পত্র মোট ১৫ খণ্ডে রচিত। এখানে প্রথম খণ্ডের হু বহু কপি দেয়া হল। এই প্রথম খণ্ড মোট ১৩ টি চ্যাপটার আছে। আর প্রথম চ্যাপটার এ বাংলাদেশের ইতিহাসের ১৯০৫ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ঘটনা বর্ণিত আছে। যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পট ভূমি। ১৫ তম খণ্ডে বাংলাদেশের স্বাধীনতার পূর্ণ বিজয় ও তৎ পরবর্তী ঘটনা প্রবাহ দেয়া আছে।

বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্রের পূর্ণ কপি। প্রথম খণ্ড থেকে ১৫ খণ্ড পর্যন্ত। মোট পৃষ্ঠা- ১১৬৭১ টি। সাইজ- ৬৭.১ MB. বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পূর্ণ সঠিক ইতিহাস জানার জন্য এর কোন বিকল্প নাই।
Please follow and like us:
More Stories
Bhola cyclone; the devasted Natural Disaster in Bangladesh in 1970
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুগলের শ্রদ্ধা জ্ঞাপন
Is asbestos a carcinogenic