Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

বাগিচায় বুল বুলি তুই

Spread the love

বাগিচায় বুল বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দোল

নজরুল সঙ্গীত, সালাউদ্দিন আহমেদ


বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল ।।

আজও তার ফুল কলিদের ঘুম টুটে নে তন্দ্রাতে বিলোল

আজও হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝরছে নিশি দিন ।।

আসেনি দখিন হাওয়া গজল গাওয়া মৌমাছি বিদোল

কবে সেই ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে ।।

শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাংবে রে কপোল

আগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলেল বান।।

কুড়িদের ওষ্ঠ ফুটে রুটবে হাসি ফুটবে গালে টোল

কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলিনে আর।।

ফুলে তোর বুক ভরেছিস আজকে জালে ধররে আখির কোল

বাগিচায় বুল বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দোল ইউটিউব  ভিডিও লিঙ্ক

নজরুল সঙ্গীত।।

সালাউদ্দিন আহমেদ 

নজরুল-সঙ্গীত স্বরলিপি : ১৮শ খণ্ড

বাগিচায় বুল

রবীন্দ্র সঙ্গীত