colorgeo.com

Disaster and Earth Science

”বাবু খাইছো_Babu Khaicho” গানটি কি অপসংস্কৃতি?

Babu

কয়েক দিন আগে একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে। ইতিমধ্যে গান টি ২.২ মিলিয়ন ভিউ হয়েছে শুধু মাত্র ইউটিউবে। গানটি বর্তমান তরুণ প্রজন্ম কে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।কেউ কেউ বলেছে গান টি একটি অপ সংস্কৃতি! বাবু খাইছ মূলত একটি হিপ হোপ স্টাইলে পশ্চিমা ধাঁচের গান। যাকে বলা যায় DJ স্টাইলের গান। বাংলাদেশে এই ধরনের গান অনেক আগেই শুরু হয়েছে শুধু এই গান টি নয়। এখন অনেক যুবক ছেলেমেয়েরা হিপ হোপ পছন্দ করছে।

এখন কথা হচ্ছে গান টি কি অপসংস্কৃতির মধ্যে পড়বে নাকি, গানের জগতে নতুন ধারার আরও একটি সংযোজন!

যেহেতু বাংলাদেশ আরও আধুনিকতার দিকে যাচ্ছে দিন দিন, সে জন্য পশ্চিমা সংস্কৃতি বাংলা তে আসবে এটা স্বাভাবিক। আর যে কোন ভাষা বা সংস্কৃতির এটাই নিয়ম সর্বদা পরিবর্তন হওয়া। পরিবর্তন দরকার হয় যুগের সাথে তাল মিলিয়ে চলতে। তবে অবশই খেয়াল রাখতে হবে যে , এই পরিবর্তন যেন, শিকড় কে বিকৃত না করে।

Babu

বাংলাদেশের পৃথিবীর বুকে গর্ব করার মত অনেক কিছু রয়েছে সে গুলো যেন বিকৃত না হয়। যেমন লালনের গান, লালনের মত করেই গাইতে হবে। লালনের গান কে হিপ হোপ স্টাইলে গাইলে সেটা হবে খারাপ। তাই তরুণ সমাজ কে অবশ্যই বাংলা নিজেস্ব সংস্কৃতি ধরে রাখার দিকে দৃষ্টি দিতে হবে।

বাবু খাইছ একটি নতুন ধারার গান, এতে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধি হবে ছাড়া বিকৃত হবে বলে মনে হয় না।

জাপানের একটা উদাহরণ দিয়ে বলা যায়, জাপানের তরুণ সমাজের বেশির ভাগ ই আমেরিকার সমস্ত গান, ফ্যাশন, স্টাইল অনুসরণ করে, আর অন্য দিকে ঐ তরুণ দল বদ্ধ হয়ে যখন কোন দেশীও মিনহ ফোক সংগীত গায় তখন কোন ভাবেই বোঝার উপায় নাই যে তারা আমেরিকার বা পাশ্চাত্য সঙ্গীতের প্রতি অনুকরণীয়।

বাবু খাইছ গানের লিরিক্স

আজকাল ভালোবাসা একটু স্ট্রেন্জহুটহাট বাবু আর হুটহাট চেন্জ,কে জেন কার সাথে বোঝা বড় দায়এই মিংগেল আর সিংগেল হায়,
প্রেমে পড়ে মাখামাখি চলে রাতদিন চেরাগেতে ঘশাঘশি তুমি আলাদিন,ভালোবেসে শুধু নাকি ফাস্ট ফুড চাইআমি সালা বুঝি না কি এত খাই,
মন করে আনাগোনা আমি জান তুমি শোনাকিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান,কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানি
টপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর,প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখিপাখি পাখি পকপক প্রফাইল টা লক লক,ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালো
সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আরবাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছো
আহা আসক করোনা আসক করোনা,বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো
বাবু খাইছো বাবু খাইছোআহা আসক করোনা আসক করোনা,কি কথা সত্যি নাকি মিথ্যা বলছিসসেই ভাই সেই সেই,
মুরগিটাকে ইদানিং খুব ভঙ্গাচ্ছিহেই তুমি অন্য মেয়ের দিকে তাকাইলা কেনযাহ এবার শপিং টপিং ট্রিট চাই ট্রিট দাও এক্সট্রা টপিং,মনে মনে রঙ্গ টন
লাভ ইজ পিউর আসলেযে কি চলে নো বডি সো,মন করে আনাগোনাআমি জান তুমি শোনা
কিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান,কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানিটপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর,প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখি
পাখি পাখি পকপক প্রফাইল টা লক লক,ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালোসারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছো
বাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোআহা আসক করোনা আসক করোনা,
বাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোবাবু খাইছো বাবু খাইছোআহা আসক করোনা আসক করোনা,
হে হে মামা দেখছোস মেশিংলাস্ট উইকে দিলাম সেটিং,এই সিজং টাই এটাই চলবো
তোর কপাল কি লুঙ্গি যে টানদিলে খুলবো,হুট করে চাই আর করে বেবি বেবিআহা কিছুই তো চাইনি দিয়াদিলা সবই,
টিকো টয়েন্টির প্রেম এমনিতো হয়জান টান চলে না আর বাবু বাবু কয়মন করে আনাগোনাআমি জান তুমি শোনা
কিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান,কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানিটপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর,প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখি
পাখি পাখি পকপক প্রফাইল টা লক লক,ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালোসারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছোবাবু খাইছো,বাবু খাইছো
বাবু খাইছো , বাবু খাইছোবাবু খাইছো,বাবু খাইছোবাবু খাইছো ,,, আহা আসক করোনা আসক করোনা,
বাবু খাইছো,বাবু খাইছোবাবু খাইছো,বাবু খাইছোবাবু খাইছো,বাবু খাইছোআহা আসক করোনা আসক করোনা ।

Babu Khaicho Song Lyrics

ki babura helmet telmet poiraredi to naki ?tobe hoe jak
Ajkal valobasha aktu strenghut hat babu r hut hat cheng,ke jeno kar sathe bojha boro daiai mingle r single hai,
preme pore makha makhi chole rat dinceragete ghosha ghoshi tumi aladinvalobeshe sudhu naki fast food chaiami sala bujhina ki eto khai
mon kore ana gona ami jan tumi sonakichu michu jan tan khaichen taichen bari jankane mukhe kana kani chalu tumi ami janitopor topor topor topor krash khacho lokor jhokor
prantake makha makhi jan tumi ami pakhipakhi pakhi pok pok profile ta lok lokvhalo talo joto valo valobasha mohakalosaradin ghan ghan pan pan babu khicho 
babu khicho babu khichobabu khicho babu khicho babu khicho babu khichoaha ask korona ask korona
babu khichobabu khichobabu khicho babu khicho babu khicho babu khichoaha ask korona ask korona.
Ki kotha sotto naki mittha bolsisSei vai sei seiMurgitake edaning khub vangchiHei tumi onno meyer dike takaila keno
Jah ebar shopping topping Treate chai treate dau Extra TroppingMone mone rong ton
Love is pureAsole je ki chole no body soMon kore anagonaami jani tumi sona
kichu michu jan tan khaichen taichen bari jankane mukhe kana kani chalu tumi ami janitopor topor topor topor krash khacho lokor jhokorprantake makha makhi jan tumi ami pakhi
vhalo talo joto valo valobasha mohakalosaradin ghan ghan pan pan babu khicho 
babu khicho babu khichobabu khicho babu khicho babu khicho babu khichoaha ask korona ask korona
babu khicho babu khichobabu khicho babu khicho babu khicho babu khichoaha ask korona ask korona
He he Mama dekhchos mechingLast week e dilam settingei seasson ta etai cholbotor kopal ki lungi je tandile khulbo
Hut kore chai r kore baby babyAha kisui to chaini diyadila soboiTiko towenty prem emnitei hoijan tan cholena ar babu babu koi
mon kore anaguna ami jan tumi shonakichu michu jan tan khaichen taichen bari jankane mukhe kana kani chalu tumi ami janitopor topor topor topor krash khacho lokor jhokor
prantake makha makhi jan tumi ami pakhipakhi pakhi pok pok profile ta lok lokvhalo talo joto valo valobasha mohakalosaradin ghan ghan pan pan babu khicho 
babu khicho babu khichobabu khicho babu khicho babu khicho babu khichoaha ask korona ask korona
babu khicho babu khichobabu khicho babu khicho babu khicho babu khichoaha ask korona ask korona