- বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী।
- মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।
- বিষয় ছারিয়ে কবে
- আমার মন শান্ত হবে।
- আমি কবে সে চরণ করিব স্মরণ
- যাতে শীতল হবে তাপিত পরানি।।
- কোনদিন শ্মশানবাসি হব
- কি ধন সঙ্গে লয়ে যাব।
- কি করি কি কই ভূতের বোঝা বই
- একদিন ভাবলাম না গুরুর বানী।।
- অনিত্য দেহেতে বাসা
- তাইতে এতো আশার আশা।
- লালন ফকির বলে দেহ নিত্য হলে
- আর কতো কি করতাম না জানি।।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন