বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী- লালনগীতি
বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।
বিষয় ছারিয়ে কবে
আমার মন শান্ত হবে।
আমি কবে সে চরণ করিব স্মরণ
যাতে শীতল হবে তাপিত পরানি।।
কোনদিন শ্মশানবাসি হব
কি ধন সঙ্গে লয়ে যাব।
কি করি কি কই ভূতের বোঝা বই
একদিন ভাবলাম না গুরুর বানী।।
অনিত্য দেহেতে বাসা
তাইতে এতো আশার আশা।
লালন ফকির বলে দেহ নিত্য হলে
আর কতো কি করতাম না জানি।।
বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF