লায়না ইসলাম লাকী
———————–
আজ বহু কালের ব্যাবধান
তবু যেন কিছুই বদলায়নি
আজও তোমার কবিতা পড়ি
রাত্রিভর অথবা নিরবে একাকীত্বে।
তোমার কথা আজও মনে পড়ে
তখন এই মন-
খুঁজে পেতে চায় তোমাকে
জানি না তুমি কোথায়।
তুমি কি আজও কাঁদো আমার জন্য?
আজও কি ফুল নিয়ে অপেক্ষায় থাকো?
আমায় দিবে বলে।
আমি আজও তোমার জন্য কবিতা লিখি
তুমি চেয়েছিলে-
কবিতার মাঝে আমায় লুকিয়ে রাখবে বলে।
তুমি কি আজও অচেনা পথে পা বাড়াও?
তুমি কি দেখেছো ফুলগুলো
ঝড়ে পড়েছে কি না?
যে ফুলগুলোকে আমাদের
সুখের উৎস হিসেবে নির্বাচন করতে চেয়েছিলে!
সত্যি, তোমায় ভেবে
আজও আমার কষ্ট হয়,
কালো মেঘের শ্রাবণ দিনে
তোমাকে ভেবে এখনো কাঁদি।
তুমি তা জানতে,
এখনও কি জানো?
প্রেম বোধ হয় এমনই হয়।
আজ খুব বেশি দেখতে ইচ্ছে করে তোমাকে
কিন্তু তোমার সেই নির্মম শত্রু ঘড়িটা
প্রতি মূহুর্তে কেবল মুচকি হাসি হাসে,
আজ তুমি কোথায় আমি জানি না।
তবুও মনে হয় কিছুই বদলায়নি,
আগের মতই আছে।
তোমাকে এখনো দেখি
শীতের সকালে কুয়াশার মাঝে,
সন্ধ্যায় প্রদীপ জ্বেলে,
আর চৈত্রের দুপুরে পথের ক্লান্তি শেষে।
মনে পড়ে, তাই-
তোমার স্মৃতির কাথা মুড়ে থাকি
তাতে অমৃত গন্ধ পেয়ে যাই তোমার,
জীবনের প্রত্যাশায়-
যতদিন বেচে আছি।।
লায়না ইসলাম লাকী
সিরাজগঞ্জ সরকারী কলেজ।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন-২য় সংখ্যা।
More Stories
Monkey to Human Evolution Facts
Causes of Permian Mass extinction
Japan Scholarship Brochure and the total Guide