চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা।
ডাবার পর মুগুর প’লে
সেইদিনে গা টের পাবা।।
বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।।
সুখের আশ থাকলে মনে
দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা।
সুখ চেয়ে সোয়াস্তি ভালো শেষকালে তে পস্তাবা।।
ইল্লতে স্বভাব হলে পানিতে কি যায় রে ধুলে
খাজলতি কিসে ধুবা।
লালন বলে হিসাব কালে সকল ফিকির হারাবা।।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
Ascension Day Countdown: 55 Groups Celebrates worldwide
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?