Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

মন সহজে কি সই হবা চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা-লালন গীতি

Spread the love

চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা

মন সহজে কি সই হবা।

ডাবার পর মুগুর প’লে

সেইদিনে গা টের পাবা।।

বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে

কোনদিনে পাতাল ধাবা

তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।।

সুখের আশ থাকলে মনে

দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা।

সুখ চেয়ে সোয়াস্তি ভালো শেষকালে তে পস্তাবা।।

ইল্লতে স্বভাব হলে পানিতে কি যায় রে ধুলে

খাজলতি কিসে ধুবা।

লালন বলে হিসাব কালে সকল ফিকির হারাবা।।