মা

মা

Spread the love

Table of Contents

মা

কায়েস মাহাবুব (সাকিব)
———————————
মা! মা মানে ভোরবেলায়
না ওঠলেই বকুনি,
সোজা পথে না হাঁটলে
শুরু হবে পিটুনি।

জীবনের প্রথম শিক্ষক তুমি
করেছো আদর-শাসন,
ভুল পথে দিয়েছি পা
করেছো তুমি বারণ।

দশ-মাস গর্ভে,প্রসববেদনা
সয়ে গেলে হাসি মুখে।
অসুস্থ হলে ঘুম আসেনা
দুঃখিনী মায়ের চোখে।
মোদের মঙ্গল কামনায়
তুমি থাকো দিবা-রাত,
জ্বালা-যাতনা সহ্য করো
করোনা কখনো প্রতিবাদ।

হাসির আড়ালে কষ্ট লুকিয়েছো
দেখেছি আমি বারংবার,
ঠিক আছি,কিছু হয়নি
মিথ্যে বলেছো শতবার।

তোমার দীক্ষায় করেছি
সত্যকে বুকে ধারণ,
নীতি-ন্যায়ে অবিচল থেকে
বেঁচে থাকবো আজীবন।

শয়নে-স্বপনে অনুভবে শুধু
তোমার স্পর্শের হাত,
তোমার তরে সকল সুখ
তোমার পায়ে জান্নাত।

মা
মা

মা

কায়েস মাহাবুব (সাকিব)
২য় বর্ষ,ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)

 

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *