মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশ
চেয়ে আছে কালো শশী।
হব বলে চরণদাসী
তা হয় না কপাল গুনে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ।
কালারে হারায়ে তেমন
ঐ রুপ হেরি এ দর্পণে।।
ঐ রুপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়।
লালন ফকির ভেবে বলে সদাই
ও প্রেম যে করে সেই জানে।।
মিলন হবে কত দিনে
ধন্য ধন্য বলি তারে
মনের কথা বলবো কারে লালনগীতি
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF