Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

যেখানে সাইর বারামখানা

Spread the love

যেখানে সাইর বারামখানা

যেখানে সাইর বারামখানা।
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা।।

যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি।
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কি কারখানা।।

আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে।
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেলনা।।

যে ধন উৎপত্তি প্রাণধন
সেই ধনের হলো না যতন।
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হলো না।।

যেখানে সাইর বারামখানা
যেখানে সাইর বারামখানা

যেখানে সাইর বারামখানা

ফরিদা পারভীন – যেখানে সাঁইর বারামখানা

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti