colorgeo.com

Disaster and Earth Science

যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে

যে রাতে মোর দুয়ার গুলি

যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে 

জানি না তো তুমি এলে আমার ঘরে

সব যে হয়ে গেল কালো নিবে গেল দীপের আলো

আকাশ পানে হাত বাড়ালেম কাহার তরে

আন্ধকারে রইনু পড়ে স্বপন মানি 

ঝড় যে  তোমার জয়ধ্বজা তাই কি জানি

সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছ তুমি এ কি 

ঘর ভরা মোর শূন্যতারই বুকের পরে।।


২৩ ফাল্গুন ১৩২০ ( ১৯১৪)

যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে (YouTube)