যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে
জানি না তো তুমি এলে আমার ঘরে
সব যে হয়ে গেল কালো নিবে গেল দীপের আলো
আকাশ পানে হাত বাড়ালেম কাহার তরে
আন্ধকারে রইনু পড়ে স্বপন মানি
ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি
সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছ তুমি এ কি
ঘর ভরা মোর শূন্যতারই বুকের পরে।।
২৩ ফাল্গুন ১৩২০ ( ১৯১৪)
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে (YouTube)
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী