Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

লকডাউনে গুগল ডুডলের ফের জনপ্রিয় বাচ্চাদের গেম গার্ডেন নোম

Spread the love

লকডাউনে গুগল ডুডলের ফের জনপ্রিয় বাচ্চাদের গেম গার্ডেন নোম

এই লকডাউনে গুগল ডুডল ফের নিয়ে এলো তাদের জনপ্রিয় গেম গার্ডেন নোম, বাচ্চাদের কোডিং গেম। ঘরে বসে খেলুন আর উপভোগ করুন।

গার্ডেন নম গেমটি মূলত একটি ফুলের বাগান তৈরি করার গেম। খুব ই মজার গেম। এই গেমটিতে বাগান তৈরি করার জন্য একসময় জার্মানিতে ব্যবহার করা হত বাগান বামন সেগুলো মাটির তৈরি। আর এগুলো দিয়ে বাগান তৈরি করতে হবে। বিভিন্ন বাগান বামন বিভিন্ন রকমের ফুলের বাগান সাজাতে পারে। শিশুদের জন্য উপভোগের গেম।

https://www.youtube.com/watch?v=DOyfFeo1vng

গার্ডেন নোম গেমটি খেলুন

কোডিং গেমটিও মজার। এতে শিশুর কোডিং সম্বন্ধে ধারনা আসবে। তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে গেমটি খেতে হবে। মেধা বিকাশের জন্য দারুণ গেম।

কোডিং গেমটি খেলুন