সেই শহর | মোঃ সাইমুম করিম
————————-
স্বপ্ন রাঙা প্রভাতে,আমি আজো বসে আছি সেইখানে।
দূরবিনে চোখ রেখে,আজো তাকিয়ে আছি তোর পানে।
জানালার গ্রীলে হাত রেখে,আজো দেখছি তোর চলে যাওয়া।
নাটায়ের ঘুড়ি হয়ে,
আজো উড়ার বৃথা চেষ্টা করছি তোর আকাশে।
কোনো এক গাছের তলে,
আজো খেই হারিয়ে ফেলছি তোর নিশ্বাসে।
সকালের শিউলি ফুল হয়ে,
আজো পড়ে আছি অবহেলিত মালা গাথবি বলে।
সাহিত্যিকের লেখা প্রতি পংক্তিতে,
আজো মিশে আছি ছুয়ে দিবি বলে।
পথের ধারে শিশির বিন্দু হয়ে,
আজো আছি পথ চেয়ে।
যদি আবার আসিস তুই স্মৃতি গুলো রাঙাতে,এ শহরে।
মোঃ সাইমুম করিম
২য় বর্ষ,ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত