১০ মাত্রার ভূমিকম্প কি হওয়া সম্ভব?
না । ১০ মাত্রার ভূমিকম্প কখনও সংগঠিত হয় না। ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা নির্ভর করে ফল্ট এর দৈর্ঘ্যের উপর যার উপর ভূমিকম্প সংগঠিত হয়। বেশি বড় ফল্ট তত বেশি মাত্রার ভূমিকম্প। ফল্ট হল এমন কোন রক খণ্ড যেখানে দুদিকের চাপে ভেঙ্গে পড়ে। এখন পর্যন্ত কোন ফল্ট ১০ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে এমন কোন রেকর্ড নাই। যদিও হয়ে থাকে তবে এতো ধ্বংসাত্মক হবে যে সমস্ত গ্রহ জুড়ে ক্ষয়ক্ষতি হতে পারে।
এখন পর্যন্ত সব থেকে বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে তা হল ৯.৫ আর সেটা হল ১৯৯০ সালে চিলি তে। যেখানে ফল্টের দৈর্ঘ্যও ছিল ১০০০ মাইল।
ভূমিকম্পের মাত্রা লগারিদমিক স্কেলে হিসাব করা হয়। প্রতি পূর্ণ মাত্রা দশ শক্তি মাত্রার বেশি মাত্রার ভূমিকম্প নির্দেশ করে।
১০ মাত্রার ভূমিকম্প কতটা শক্তিশালী?
একটি হিসাবে করে সহজে বোঝানো যায়
যেমন ১০ এর পাওয়ার যদি ১ হয় তবে ১০*১ = ১০
১০ এর পাওয়ার যদি ২ হয় তবে ১০*২ = ১০০
১০ এর পাওয়ার যদি ৩ হয় তবে ১০*৩ = ১০০০
১০ এর পাওয়ার যদি ৪ হয় তবে ১০*৪ = ১০০০০
এভাবে ১০ এর পাওয়ার যদি ১০ হয় তবে ১০*১০ = ১০০০০০০০০০০
তাহলে এবার ভাবুন কত গুণ বেশি শক্তিশালী হবে যদি ১০ মাত্রার ভূমিকম্প আদেও সংগঠিত হয়।
তাই এতো ভয়ংকর ভূমিকম্প এখন পর্যন্ত সংগঠিত হয়নি। সমস্ত পৃথিবী জুড়েই এর ঝাঁকুনি অনুভব করা যাবে হয়ত।
সাম্প্রতিক ভূমিকম্প সম্বন্ধে জানতে ভিজিট করুন