Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

Spread the love

না । ১০ মাত্রার ভূমিকম্প কখন সংগঠিত হয় না। ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা নির্ভর করে ফল্ট এর দৈর্ঘ্যের উপর যার উপর ভূমিকম্প সংগঠিত হয়। তার মানে জোট বেশি বড় ফল্ট তত বেশি মাত্রার ভূমিকম্প। ফল্ট হল এমন কোন রক খণ্ড যেখানে দুদিকের চাপে ভেঙ্গে পড়ে। এখন পর্যন্ত কোন ফল্ট ১০ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে এমন কোন রেকর্ড নাই। যদিও হয়ে থাকে তবে এতো ধ্বংসাত্মক হবে যে সমস্ত গ্রহ জুড়ে ক্ষয়ক্ষতি হতে  পারে।

এখন পর্যন্ত সব থেকে বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে তা হল ৯.৫ ১৯৯০ সালে চিলি তে। যেখানে ফল্টের দৈর্ঘ্যও ছিল ১০০০ মাইল। 

earthquake

আরও পড়ুনঃ