অচেনাকে কি ভয়
অচেনাকে কি ভয় কী আমার ওরে
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে
জানি জানি আমার চেনা
কোন কালেই ফুরাবে না
চিহ্ন হারা পথে আমার টানবে অচিন ডোরে
ছিল আমার মা অচেনা নিলো আমায় কোলে
সকল প্রেম ই অচেনা গো তাইতো হৃদয় দোলে
অচেনা এই ভুবন মাঝেকত সুরেই হৃদয় বাজে
অচেনা এই জীবন আমার বেড়াই তার ই ঘোরে।।
২৩ আশ্বিন (১৯১৪)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি