আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে
সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস
আমার মোরে রাগে রাগিণী রাঙা হল রগিন তানে
দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে
নীল আকাশের সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে
১৩ ফাল্গুন ১৩২১ (১৯১৫)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি