আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসরের ছবি ও পরিচিতি
আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসর ছিল সর্বভুক প্রাণী। গাছের কচি পাতা ও গুল্ম লতা ছিল তাদের প্রিয় খাবার। তারা মাংসও খেত । ট্রায়াসসিক সময়ে তারা বর্তমান ইন্ডিয়াতে বসবাস করত। তেলেঙ্গা (ইন্ডিয়া) থেকে ইহার ফসিল পাওয়া গিয়েছে।
আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসরের ছবি ও পরিচিতিঃ
কারনিয়ান সময় থেকে ২২৮ মিলিয়ন বছর আগে পর্যন্ত বসবাস করতো। স্থলে বা ডাঙ্গায় বসবাস করতো।
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে