ব্রুহাতকেয়সরাস ডাইনোসরের ছবি ও পরিচিতি

ব্রুহাতকেয়সরাস একটি তৃণভোজী ডাইনোসর। এটা ইন্ডিয়াতে ক্রিটেসিয়াস (৭০ মিলিয়ন বছর পূর্বে) সময়ে বসবাস করতো। তামিলনাড়ু (ইন্ডিয়া) থেকে ইহার ফসিল পাওয়া গিয়েছে।
পরিচিতিঃ
প্রাগৈতিহাসিক কালে পৃথিবীতে বসবাসরত সমস্ত ডাইনোসরদের মধ্যে ব্রুহাতকেয়সরাস সম্ভবত সর্ববৃহৎ। যদিও দক্ষিণ ইন্ডিয়াতে এর একটি মাত্র ফসিল পাওয়া গিয়েছে এবং সুনামির কারণে সেই ফসিলের ও ব্যাপক ক্ষতি হয়েছে। ইহার ফসিল থেকে ধারনা করা হয় ব্রুহাতকেয়সরাস এর ওজন ছিল ১০০ টন এর কাছাকাছি। এটা দৈর্ঘ্যে ৩৫ মিটার বা ১১৫ ফুট লম্বা ছিল।


ব্রুহাতকেয়সরাস একটি তৃণভোজী ডাইনোসর।
Please follow and like us:
More Stories
গবেষণা কি উৎসাহ নাই দেশে
Correction of Gravity Measurements: Bouguer Correction-Latitude Correction-Terrain Corrections-Free-Air Correction
স্মার্টফোন ও কম্পিউটার আসক্তি আপনার ক্ষতি করছে না তো?