Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

লেভিসুকাস (Laevisuchus) ডাইনোসরের ছবি ও পরিচিতি

Spread the love

লেভিসুকাস (Laevisuchus Dainosaur) একটি মাংসাশী ডাইনোসর। এটা ইন্ডিয়াতে  জুরাসিক সময়ে বসবাস করতো। মধ্যপ্রদেশ (ইন্ডিয়া) থেকে ইহার ফসিল পাওয়া গিয়েছে। এই ডাইনোসর Maastrichtian সময় থেকে ক্রিটেসিয়াস পিরিয়ডের ৬৬ মিলিয়ন বছর আগে বাসবাস করতো। লেভিসুকাস (Laevisuchus) মূলত একটি স্থল ভাগের ডাইনোসর ছিল। এরা ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে বংশ বৃদ্ধি করত। এখন পর্যন্ত এই ডাইনোসরের মাত্র একটি ফসিল পাওয়া গিয়েছে।

Dinosaur
লেভিসুকাস (Laevisuchus Dainosaur) একটি মাংসাশী ডাইনোসর