ও অকুলের কুল ও অগতির গতি
ও অকুলের কুল ও অগতির গতি
ও অনাথের নাথ ও পতিতের পতি
ও নয়নের আলো ও রসনার মধু
ও রতনের হার ও পরানের বধূ
ও অপরূপ রূপ ও মনোহর কথা
ও চরমের সুখ ও মরমের ব্যথা
ও ভিখারির ধন ও অবলার বোল
ও জনমের দোলা ও মরণের কোল।।
আশ্বিন ১৩১৮ ( ১৯১১)
ও অকুলের কুল ও অগতির গতি
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার