ও অকুলের কুল ও অগতির গতি
ও অকুলের কুল ও অগতির গতি
ও অনাথের নাথ ও পতিতের পতি
ও নয়নের আলো ও রসনার মধু
ও রতনের হার ও পরানের বধূ
ও অপরূপ রূপ ও মনোহর কথা
ও চরমের সুখ ও মরমের ব্যথা
ও ভিখারির ধন ও অবলার বোল
ও জনমের দোলা ও মরণের কোল।।
আশ্বিন ১৩১৮ ( ১৯১১)
ও অকুলের কুল ও অগতির গতি
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি