কোন এক সময় পদ্মা নদীর তীর
বিজয় পাল
—————-
কোন এক সময় পদ্মা নদীর তীরে,
অপলক দৃষ্টিতে তাকিয়ে রই
ঐ ঢেউগুলোর দিকে।
ঢেউগুলো শত প্রতিকূলতার ভীড়ে,
সকল বাঁধা পেরিয়েই
ছুঁতে চায় আমাকে।
আচ্ছা ঐ ঢেউগুলো কি তুমি…?
আজ ঢেউয়ের বেশে
আমাকে পেতে এসেছো?
চিনেছি গো চিনেছি আমি,
আজও ভিন্নরূপে আমার কাছে
তোমার ছোঁয়া দিয়েছো।
তাই তোমার প্রেমে আজ আকাশ আমি,
যেন দূরের ঐ অলীক আকাশে
তুমি আমাতেই মিশেছো।
কোন এক সময় পদ্মা নদীর তীর
বিজয় পাল
১ম বর্ষ,ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
বর্ণালী মাসিক ম্যাগাজিন Free Magazines, ২য় সংখ্যা, সেপ্টেম্বর, ২০২০
বর্ণালী-মাসিক-ম্যাগাজিন (Magazines for Free Download) 1st Version
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে