ক্লান্তি আমায় ক্ষমা করো
ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু
এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তরো
এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু
এই দীনতা ক্ষমা করো প্রভু
পিছন পানে তাকাই যদি কভু
দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়
সেই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু।।
১৬ আশ্বিন ১৩২১ (১৯১৪)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি