খাঁচার ভিতর অচিন পাখি- লালনগীতি
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেরি
দিতাম পাখির পায়।।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝাঁকরা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়।।
কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়।।
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে।
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।।
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার