ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়

মাসুদ রানা

————–

তুমি প্রেম, তুমি প্রীতি
তুমি লড়াই,তুমি সংগ্রাম
তুমি অপরাজেয় যোদ্ধার দুর্গম বাংকার।

তুমি শান্তি, তুমি সুর
তুমি সাহস, তুমি হুংকার
তুমি প্রলয় মাঝে দিপ্তীমান সুশ্রী।

তুমি অনুরাগ,তুমি অভিমান
তুমি ছন্দ, তুমি রাগিণী
মহাকালের মহারণে তুমিই সে মহাকাব্য।

তুমি প্রদীপ, তুমি শিখা
তুমি দর্পন,তুমি বিবেক
তুমি যুগ পেরিয়ে সহস্রাব্দের মহাকবি।

তুমি বায়ান্ন, তুমি ছেষট্টি
তুমি ঊনসত্তর, তুমি একাত্তর
তুমি বজ্রকন্ঠে পুনর্জীবিত উনিশশো নব্বই।

তুমি ত্যাগ,তুমি দ্রোহ
তুমি প্রগতি, তুমি মুক্তি
তুমি বঙ্গবন্ধুর বজ্রধ্বনিতে কম্পিত মহারণ।

তুমি বাঙালি, তুমি বাঙালির
তুমি জননী, তুমি জনতার
তুমি চির প্রেয়সী এ হতভাগার।

ঢাকা বিশ্ববিদ্যালয়

75 টি ছোটদের কবিতা

সেদিন লেগেছে ভালো

 

Author: Masud Rana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *