তিন পাগলে হলো মেলা
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতের দৌড়ে যেয়ে।
আবার হরি বলে পরছে ঢলে ধুলার মাঝে।।
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলে করঙ্গ সে।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।।
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরেছে।।
তিন পাগলে হলো মেলা
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি
More Stories
Clip Art Banner of Papiya Sawar
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪