নাইবা ঘুমালে প্রিয়
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি
প্রদীপ নিভিয়া যায়
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনও বাকি
এখনও দুয়ার পাশে হেনারও সুরভি আসে
এখনও দুয়ার পাশে হেনার সুরভি আসে
প্রিয়া প্রিয়া বলে ডাকে সাথি হারা কোন পাখি
রজনী এখনও বাকি প্রদীপ নিভিয়া যায় শুধু জেগে থাক তব আঁখি
আকাশের বুকে চাঁদ মোর বুকে তব মুখ জাগে আমি চেয়ে চেয়ে দেখি কারে সুন্দর তর লাগে
এ মধু মাধবি রাতে জেগে রব দুজনাতে জরাবো দুটি হৃদয়ে একটি প্রেমেরও রাখি