নিয়তির প্রতিধ্বনি

নিয়তির প্রতিধ্বনি

Spread the love

নিয়তির প্রতিধ্বনি

মাসুদ রানা
————————–

স্বর্গীয় সুখের আকুতি ছিল না,
শুধু ছিল বিচ্ছিন্ন কিছু প্রশান্তির মিনতি।

ভুবন-বিলাসী স্ফীত আবদার ছিল না,
শুধু ছিল চাহনি-ক্ষণিকের দুঃখ বিরতি।

সাম্রাজ্যের সিংহাসনের অভিপ্রায় ছিল না,
শুধু ছিল প্রত্যাশায় মনোরাজ্যের প্রশান্তি।

সর্বভুকের হিংস্র ভোজন রুচি ছিল না,
শুধু ছিল বাসনায় ক্ষুধার রাজ্যের অব্যাহতি।

অর্থলোভী সওদাগরের মুনাফা প্রীতি ছিল না,
শুধু ছিল জীবন বাজারে টিকে থাকার নিয়তি।

চাটুকারের ছলে অবস্থানান্তরের শিহরণ ছিল না,
শুধু ছিল নিভৃতে পথচলার অনাগত স্মৃতি।

সূর্যোদয়ের পথে বিপত্তি ছিল না,
শুধু ছিল নিয়তির গুরুতর অসঙ্গতি।

নিয়তির প্রতিধ্বনি
নিয়তির প্রতিধ্বনি

 

Artwork; স্বপ্নময় জীবন

Artwork; সহযোগিতা

Artwork; জীবনের শিকড়

Artwork; এক নারীর গল্প

Dream Door Artwork

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *