পার করো হে দয়াল চাঁদ আমারে
পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার
এ ভাব-কারাগারে।।
পাপী অধম জীব হে তোমার
তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে।
পতিতপাবন পতিতনাশন
বলবে কে আজ তোমারে।।
না হইলে তোমার কৃপা
সাধন সিদ্ধি কোথা বা কে করতে পারে।
আমি পাপী তাইতে ডাকি
ভক্তি দাও মোর অন্তরে।।
জলে স্থলে সর্ব জায়গায়
তোমারই সব কীর্তিময় ত্রিবিধ সংসারে।
তাই না বুঝে অবোধ লালন
প’লো বিষম ঘোরতরে।।
পার করো হে দয়াল চাঁদ আমারে-Lalon
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি