Colorgeo.com

Disaster and Earth Science

পার করো হে দয়াল চাঁদ আমারে

Spread the love

পার করো হে দয়াল চাঁদ আমারে

পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার
এ ভাব-কারাগারে।।

পাপী অধম জীব হে তোমার
তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে।
পতিতপাবন পতিতনাশন
বলবে কে আজ তোমারে।।

না হইলে তোমার কৃপা
সাধন সিদ্ধি কোথা বা কে করতে পারে।
আমি পাপী তাইতে ডাকি
ভক্তি দাও মোর অন্তরে।।

জলে স্থলে সর্ব জায়গায়
তোমারই সব কীর্তিময় ত্রিবিধ সংসারে।
তাই না বুঝে অবোধ লালন
প’লো বিষম ঘোরতরে।।

পার করো হে দয়াল চাঁদ আমারে
পার করো হে দয়াল চাঁদ আমারে

পার করো হে দয়াল চাঁদ আমারে-Lalon

সব লোকে কয় লালন কি জাত সংসারে