ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়
ভবে মানুষ শুরু নিষ্ঠা যায়
সর্ব সাধন সিদ্ধ হয় তার।।
নদী কিংবা বিল বাঁওড় খাল
সর্বস্থলে একই এক জল।
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাই
মানুষে মিশিয়ে হয় বেদান্তর।।
নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে।
যেজন দিব্যজ্ঞানী হয়
সেহি জানতে পায়
কলি যুগে হলো মানুষ অবতার।।
বহুতর্কে দিন বয়ে যায়
বিশ্বাসে ধন নিকটে পায়।
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।।
ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়
ভবে মানুষ শুরু নিষ্ঠা যায়
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে