Colorgeo.com

Disaster and Earth Science

ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়

Spread the love

ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়

ভবে মানুষ শুরু নিষ্ঠা যায়
সর্ব সাধন সিদ্ধ হয় তার।।

নদী কিংবা বিল বাঁওড় খাল
সর্বস্থলে একই এক জল। 
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাই
মানুষে মিশিয়ে হয় বেদান্তর।।

নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে।
যেজন দিব্যজ্ঞানী হয়
সেহি জানতে পায়
কলি যুগে হলো মানুষ অবতার।।

বহুতর্কে দিন বয়ে যায়
বিশ্বাসে ধন নিকটে পায়।
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।।

মানুষ গুরু নিষ্ঠা
ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়

ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়

ভবে মানুষ শুরু নিষ্ঠা যায়

Manush guru nishtha jar  মানুষ গুরু নিষ্ঠা যার | Lalon Geeti |  Farida Parveen