রিসার্চ পেপার

রিসার্চ পেপার এর জন্য Map

Spread the love

রিসার্চ পেপার এর জন্য Map

বিভিন্ন গবেষণাপত্রে লোকেশন ম্যাপ (Map) তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অধিকাংশরই ArcGIS সফটওয়্যার সম্পর্কে ধারণা না থাকায় ভালোমানের ম্যাপ তৈরি করতে সক্ষম হয় না। এতে করে অনেক সময় ইন্টারনেট থেকে ম্যাপ ডাউনলোড করে সংযোজন করলে দেখতে অনেকটা ছবির রেজুলেশন কমে যায়, যা প্রজেক্টরে প্রদর্শন করলে আরো খারাপ দেখা যায়।

এই সমস্যা দূর করতে আমি উল্লেখিত ArcGIS  Software ব্যবহার করে বিভিন্ন জায়গার ম্যাপ তৈরি করব এবং আপনাদের সাথে ধারাবাহিকভাবে সবগুলো ম্যাপ শেয়ার করবো।

আজকে কাজ হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ম্যাপ (Map) তৈরি করা।

 

রিসার্চ পেপার
রিসার্চ পেপার
Chapainawabgonj Sadar Upazila Map
Author: Sohag Ali
MSc and BSc in Geology and Mining, University of Rajshahi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *