Colorgeo.com

Disaster and Earth Science

সংগোপনে

Spread the love

সংগোপনে

এই যে আমি থেকে থেকেই তোমার কথা লিখি,
অবুঝ মনে রঙ-বেরঙে কতইনা ছবি আঁকি।
তোমারও কি পরে হঠাৎই আমার কথা মনে!
শয়নে -স্বপনে, আচমকা-আনমনে সংগোপনে!

তোমার হাসির মাঝে মায়াবী লাজে হারিয়ে যদি যাই,
হারানো নিজেকে চেনা আবেগে খুঁজে যদি না পাই,
তখন কি হন্য হয়ে এই বন্য আমায় খুঁজে বেড়াবে!
নাকি শক্ত হৃদয়ে মুক্ত পাখির মতো উড়াল দিবে!

এই যে আমি রাত-বিরেতে তোমার কথা ভাবি,
ভাবি কত কথা, কত স্মৃতি,কতই না ছিলো দাবী।
তার কতটা রেখেছো মনে, কতটা তার গিয়েছো ভুলে!
প্রলয়ের মত সময়ের সাথে কতটা তার গেছে মিলে!

রাতের আধারে মধ্য প্রহরে আমি নিরবতার গান শুনি।
হৃদয় গভীরে বিষাদ লুকিয়ে নিশুতিরাতের তারা গুনি।
তোমার চোখের মধ্যমণিতে কত শত-সহস্র মায়া।
তার কতটা অশ্রু মাখা, কতটা তার বিষাদ ছায়া!

যেটুকু আমার ছিলো, যেটুকু তোমার ছিলো দাবী!
ভুলে কি গেছো সেটুকু, মুছে গেছে কি সবই!
যেটুকু ছায়া ছিলো , যেটুকু মায়া ছিলো, সবই কি গেছে মুছে!
নাকি তরুণ বুকে, করুণ আবেগে, তার ছিটেফোঁটা রয়ে গেছে!

এই যে আমি থেকে থেকেই তোমার কথা লিখি,
অবুঝ মনে রঙ-বেরঙে কতইনা ছবি আঁকি।
তোমারও কি পরে হঠাৎই আমার কথা মনে!
শয়নে-স্বপনে,অাচমকা-অানমনে সংগোপনে!

~সংগোপনে, মহসিন রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়।