৫ বছর মেয়াদী MS Leading to PhD Program, জাপানে স্কলারশিপ পাওয়া অনেক সহজ। যেহেতু IELTS স্কোর এর কোনো বাধ্যবাধকটা নাই, সে জন্য একটু রেজাল্ট ভাল থাকলেই দরখাস্ত করা যায়। আর প্রফেসর যদি আপনাকে স্টুডেন্ট হিসাবে গবেষনা করাতে চান তবে আর কোন সমস্যাই নাই। প্রফেসর ই সব বাবস্থা করে দেবেন।