Description
70 লোকনাথ বাবার ছবি ও সেরা উক্তি ইবুক ডাউনলোড
লোকনাথ ব্রহ্মচারী কে?
লোকনাথ ব্রহ্মচারী একজন প্রখ্যাত ব্রহ্মচারী এবং ধর্মীয় পরিচালক ছিলেন। তিনি হিন্দু ধর্মের ব্যাপক জ্ঞান, প্রচার ও প্রতিষ্ঠান করেছিলেন। লোকনাথ ব্রহ্মচারী অনেক লোকের উদ্ধার ও সমাজের উন্নয়নে মহান ভূমিকা পালন করেছিলেন। তিনি জীবনে অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকাণ্ড ও ধর্মীয় শিক্ষানুষ্ঠানের পথে এগিয়ে গিয়েছিলেন।
তাঁর ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জের বারদি উপজেলায় অবস্থিত ছিল এবং সেখানে প্রতিষ্ঠিত বহুধাপন্য ধর্মীয় কার্যক্রম সম্পাদন করা হয়। লোকনাথ ব্রহ্মচারী একটি আদর্শমূলক ব্রহ্মচারী হিসাবে সমাজে পরিচিত ছিলেন এবং তাঁর ব্রহ্মচারী আশ্রমে অনেকেরই নিরামিষ ভোজী ধর্মীয় জীবন পালন করেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শ্রীমুখ থেকে নিঃসৃত উপদেশসমূহঃ ব্রহ্মজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী বারদি গ্রামে প্রায় ছাব্বিশ -সাতাশ বছর লীলা করছেন।
তাঁর জীবদ্দশায় তিনি ১৫০-১৫৫ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁর অপরূপ লীলার উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে দিব্য কর্মের আদর্শ দেখিয়ে দিব্য জীবনের অধিকারী করা। মানুষের মধ্যে ধর্ম কর্ম সত্য নিষ্ঠা ও সামাজিক রীতি নীতিকে পুনরিজ্জিবিত করে তূলতে লোকনাথ কোথাও কোন ভাষণ দেন নি।
বারদি আশ্রম (বর্তমান নারায়ণগঞ্জ)থেকে ভক্তদের উদ্দেশ্য করে কাখন বা কোথা প্রসঙ্গে কাখন অন্তরঙ্গ শিষ্যদের কাছে, কাখন বা তাঁর অতি প্রিয়দের কাছে, বা তত্ত্ব জিজ্ঞাসুদের কাছে বাবা লকনাথা যে উপদেশ প্রদান করেন তা বিভিন্ন সংগ্রহ সূত্র থেকে উদ্দার করে এখানে প্রকাশিত হল।
প্রসঙ্গতঃ লোকনাথ ব্রহ্মচারী ছিলেন জাতিস্মর, গত দুই জন্মের কথা তিনি পরিপূর্ণভাবে স্মরণ করতে পারতেন। তিনি তাঁর জীবনে আরও অনেক জাতিস্মর মহান ব্যাক্তিদের সান্নিধ্য পেয়েছেন। তাঁর মধ্যে, ত্রিকাল দর্শী তৈলঙ্গ স্বামী, জাতিস্মর মধ্যপ্রাচ্যের আব্দুল গাফফার নামে এক মহা যোগী। বাংলা ১২৯৭ সনের ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারী বাবা দেহত্যাগ করেন।
লোকনাথ বাবার ছবি সহ সেরা উক্তিঃ উপদেশ সমূহঃ
70 লোকনাথ বাবার ছবি ও সেরা উক্তি ইবুক ডাউনলোড
Reviews
There are no reviews yet.