মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।
এই মানুষে মানুষ গাথা যেমন গাছের আলকলতা।
জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।।
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে।
মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।।
এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার।
লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।।
মানুষ ভজলে সোনার মানুষ হবি
লালন গীতি
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে