Colorgeo.com

Disaster and Earth Science

Spread the love

COVID-19 রোগ নিয়ে যতো মিথ্যা মিথ/ভুল ধারনার সমাধান

করোনা ভাইরাস পৃথিবীর সব জায়গাতে বিস্তার লাভ করতে পারে। শীত কিংবা গ্রীষ্ম কাল।যেকোনো আবহাওয়াতে। সবথেকে নিরাপদ পন্থা হল বার বার হাত মুখ সাবান দিয়ে ধোয়া। করোনা ভাইরাস কে আর অবহেলা করার সুযোগ নাই।

COVID-19 ভাইরাস নিয়ে অবহেলা করেছে তাদের মাসুল দিতে হয়েছে যেমন ইতালি

COVID-19 ভাইরাস নিয়ে বাংলাদেশে অনেক ভুল চালু আছে, যেগুলো করোনা ভাইরাস মোকাবেলায় ভুল পথে নিয়ে যাচ্ছে। সত্য হল।

১। করোনা ভাইরাস যে কোণ জায়গাতে ছড়াতে পারে

২। করোনা ভাইরাস গরম ও আদ্র আবহাওয়াতেও সমান ভাবে সংক্রমিত হতে পারে।

৩। ঠাণ্ডা ও বরফ আচ্ছাদিত দেশে কি করোনা ভাইরাস মারা যায়?

উত্তরঃ না। মানুষের শরীরের ভিতরের তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ সেলসিয়াস তাই বাইরের তাপ মাত্রা যাই হক না কেন এর উপর কোণ প্রভাব নাই।

৪। গরম জলে স্নান করলে নাকি করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়!

উত্তরঃ এমন কোণ সুনির্দিষ্ট প্রমাণ নাই ও ভিত্তি নাই। বরং এটা আপনাকে ক্ষতি করবে।

৫। মশার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় কিনা?

উত্তরঃ না। যেহেতু করোনা ভাইরাস শুধু মাত্র আক্রান্ত ব্যাক্তির থু থু, লালা, হাঁসি, কাশির মাধ্যমে ছড়ায়। তাই মশা বা অন্যও কোণ মাছির সাথে সম্পর্কে নাই।

৬। আমরা বিভিন্ন এয়ারপোর্ট বা অফিস এ হ্যান্ড ড্রায়ার দেখি হাত কে শুষ্ক করার জন্য। প্রশ্ন হল, হ্যান্ড ড্রায়ার দিয়ে হাত মোছা কি নিরাপদ? উত্তর । না।

৭। উন্নত বিশ্বে আল্ট্ররা অতিবেগুনি লাইট জীবাণু নাশক হিসাবে হাত পরিষ্কার করা হয়।এটাকি উপকারী? উত্তর। না।

৮।বিভিন্ন এয়ারপোর্ট এ যে থার্মাল স্ক্যানার বাবহার করা হয় যে গুলো দিয়ে কি করোনা ভাইরাস এর উপস্থিতি জানা যায়?

উত্তরঃ না। কারণ থার্মাল স্ক্যানার শুধু শরীরের তাপমাত্রা জানতে ব্যবহার করা হয়।

৯। সমস্ত শরীরে এলকোহল বা ক্লোরিন ছিটিয়ে কি করোনা ভাইরাস নির্মূল করা যায়?

উত্তরঃ না। শরীরের ভিতরের কোণ জীবাণু এটা দিয়ে নির্মূল করা যায় না। এটা শুধু কোণ তল যেমন হাত, টেবিল ইত্যাদি জীবাণু মুক্ত করতে ব্যবহার করা হয়।

১০। নিউমোনিয়ার ভ্যাক্সিন কি করোনা ভাইরাস এ কাজ করে?

উত্তরঃ না । যদিও COVID-19 রোগ হলে নিউমোনিয়া হবে তবু ও নিউমোনিয়ার ভ্যাক্সিন COVID-19 রোগের জন্য কার্যকরী নয়।

১১। নিয়মিত লবণ পানি দিয়ে নাক মুখ পরিষ্কার করলে কি করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়?

উত্তরঃ না। তবে লবণ পানি সাধারণ ঠাণ্ডা সর্দির জন্য উপকারী হলে ও ফুসফুসের সংক্রমণের জন্য কোণ কাজে আসে না।

১২। রসুন খাওয়া কি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকরী?

উত্তরঃ রসুন একটি ভাল পথ্য শরীরের ক্ষুদ্র ক্ষতিকর অণুজীব দমন করার ক্ষেত্রে। রসুন একটি ভাল খাবার স্বাস্থ্যের জন্য উপকারী, তবে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য কোণ প্রমাণ নাই।

Covid-19

১৩। করোনা ভাইরাস কি শুধু বৃদ্ধদের জন্য ক্ষতিকর?

উত্তরঃ করোনা ভাইরাস সব ধরনের মানুষের জন্য ঝুঁকি পূর্ণ। শিশু, যুবক/ যুবতী/ নারী/ বৃদ্ধ। তবে যাদের আজমা, কিডনি, হার্ট, ডায়াবেটিস আছে তাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। COVID-19 রোগের মৃত্যু হার এখন সুনির্দিষ্ট বলা যায় না।

১৪। COVID-19 রোগ চিকিৎসায় কি এন্টিবায়োটিক কাজ করে?

উত্তরঃ না। এন্টিবায়োটিক শুধু ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করার জন্য, ভাইরাস দমন করার জন্য নয়। তাই করোনা ভাইরাস যেহেতু একটি ভাইরাস তাই এন্টিবায়োটিকের কোণ ভুমিকা নাই। তবে COVID-19 রোগ চিকিৎসায় এন্টিবায়োটিক পাশাপাশি ডাক্তার দিতে পারেন যেহেতু ভাইরাসের সাথে কিছু ব্যাকটেরিয়া ও আস্তে পারে।

১৫। COVID-19 রোগ চিকিৎসায় কি ওষুধ আছে?

উত্তরঃ এখন পর্যন্ত কোণ ওষুধ নাই। তবে শুধুমাত্র উপসর্গের ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হয়। সুনির্দিষ্ট কিছু চিকিৎসা এখন প্রক্রিয়াধীন। তবে গবেষকরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এতে WHO সমস্ত অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে।

নিয়মিত হাত ধুতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সংক্রমিত হবার পর থেকে সাধারণত ২-১০ দিন সময় লাগে COVID-19 রোগ প্রকাশ পেতে।