অনিমেষ আঁখি সেই কে দেখেছে
যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে
রবি শশী গ্রহ তারা হয় নাক দিশাহারা
সেই আঁখি পরে তারা আঁখি রেখেছে
তরাসে আধারে কেন কাঁদিয়া বেড়াই
হৃদয় আকাশে পানে কেন না তাকাই
দ্রুব জ্যোতি সে নয়ন জাগে সেথা অনুক্ষণ
সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে।।
ফাল্গুন ১২৯০ (১৮৮৪)
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে