Colorgeo.com

Disaster and Earth Science

অনেক দিয়েছ নাথ

ঋতা চক্রবর্তী
Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

রবীন্দ্র সঙ্গীত

শিল্পীঃ ঋতা চক্রবর্তী

======================

অনেক দিয়েছ নাথ

আমায় অনেক দিয়েছ নাথ

আমার বাসনা তবু পুরিলনা

দিন দশা ঘুচিলনা অশ্রুবারি মুছিল না

গভীর প্রাণের তৃষা মিটিল না

দিয়েছ জীবন মন 

প্রাণ প্রিয় পরিজন

সুধাস্নিগ্ধ সমীরণ নীলকান্ত অম্বর শ্যাম শোভা ধরণী

এতো যদি দিলে সখা আরও দিতে হবে হে

তোমারে না পেলে আমাই ফিরিবনা ফিরিবনা

অনেক দিয়েছ নাথ

===========================

 ফাল্গুন ১২৯৩ (১৮৮৭)

অনেক দিয়েছ নাথ

Anek Diyechho Nath | Rita Chakraborty | Rabindra Sangeet