গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ
শিল্পীঃ Chinmoy Chatterjee
অনেক পাওয়ার মাঝে মাঝে
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটু খানি পাওয়া
সেই টুকুতেই জাগায় দখিন হাওয়া
দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা
বাহির হতেই তাদের যাওয়া আসা
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা
সে যেন মোর চির দিনের চাওয়া
হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে
সেই যে আমার জোড়া দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
সেই নিয়ে আজ সাজাই আমার থালা
এক পলকের পুলক যত এক নিমিষের প্রদীপ খানিজ্বালা
একতারাতে আধখানা গান গাওয়া।।
আশ্বিন ১৩২৫ (১৯১৮)
অনেক পাওয়ার মাঝে মাঝে
https://www.youtube.com/watch?v=NOXxcRvcits
রবীন্দ্র নাথ
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে