গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Dwijen Mukhopadhyay
অমল কমল সহজে জলের কোলে
অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া
ফিরে না সে কভু আলয় কোথায় বলে ধুলায় ধুলায় লুটিয়া
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত
পূজা শতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু শুধাব না কোন পথিকে
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু যখন ফিরিব যে দিকে
চলিব যখন তোমার আকাশে গেহে
তোমার অমৃত প্রবাহ লাগিবে দেহে
তোমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসেবে ছুটিয়া।।
১৩০৭ (১৯০১)
অমল কমল সহজে জলের কোলে
https://www.youtube.com/watch?v=CyMUuhPUeOI
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে