Colorgeo.com

Disaster and Earth Science

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া

Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ Shantideb Ghosh


অমল ধবল পালে লেগেছে মন্দ

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া 

দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া

কোন সাগরের পাড় হতে আনে কোন সুদূরের ধন 

ভেসে যেতে চায় মন

ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া 

পিছনে ঝরিছে ঝরো  ঝরো জল গুরু গুরু দেয়া ডাকে

মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে

ওগো কাণ্ডারি কে গো তুমি কার হাসিকান্নার ধন

ভেবে মরে মোর মন 

কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া

অমল ধবল পালে লেগেছে মন্দ


 ৩ ভাদ্র ১৩১৫ (১৯০৮)

অমল ধবল পালে লেগেছে মন্দ

রবীন্দ্র সঙ্গীত