Colorgeo.com

Disaster and Earth Science

Bullshit Jobs Summary বুলশিট জব কাকে বলে?

Spread the love

Table of Contents

Bullshit Jobs Summary: বুলশিট জব নৃবিজ্ঞানী ডেভিড গ্রেবার “আজাইরা কাজ” প্রকাশিত ২০১৮ হুঁকোবরদার বা ভৃত্য Flunkies, পান্ডা Goons, বুধো Duct tapers, অনুমোদনকারী Box tickers,পরিদর্শক, তত্ত্বাবধায়ক (Taskmasters)

 

পৃথিবীর সব কাজগুলোই গুরুত্বপূর্ণ তবে কিছু কাজ রয়েছে যেগুলো সমাজের চোখে এবং ব্যাক্তি পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়ে। আমাদের সামাজিক সম্মান ব্যক্তিগত সম্মান নিজস্ব যোগ্যতা কাজের উপর ভিত্তি করে রচিত হয়। আমাদের ব্যক্তি জীবনে কর্মনির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত সন্তুষ্টির জন্য হলেও সঠিক কর্ম আমাদের করে যেতে হবে। সমাজের চোখে কিছু কর্ম রয়েছে যেগুলোকে আমরা সমাজের জন্য কম গুরুত্বপূর্ণ বলে মনে করি। সেই কাজগুলো আজকে Bullshit Jobs Summary সেকশনে আলোচনা করা যাবে।

আমেরিকান একজন নৃতত্ত্ব বিজ্ঞানী ডেবিড গ্রেভার আমাদের কম গুরুত্বপূর্ণ কর্মগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন এবং সেই কাজগুলোকে বুলশিট জব বলে আখ্যায়িত করেছেন। আজকের আলোচনার বিষয় Bullshit Jobs  বইটি থেকে Bullshit Jobs Summary যেখানে ব্যাখ্যা করা হবে বুলশিট জব কাকে বলে? আমি বা আপনি যে কাজ করি এগুলো কি বুলশিট জব?

বুলশিট জব করলে ব্যক্তি পর্যায়ে কতটুকু সন্তুষ্টি অর্জিত হয়? বুলশিট জব গুলোকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়?

আজকের আলোচ্য বিষয়ঃ Bullshit Jobs Summary

বইটি কিনতে লিঙ্ক এখানে যদি এবুক pepeteপেতে ccaccanচান তবে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা লিখুনঃ ranangobiswas@gmail.com

Bullshit Jobs Summaryবুলশিট জব কাকে বলে?
বুলশিট জব সম্পর্কে ভুল ধারণা?
বুলশিট জব কত প্রকার ?
বুলশিট জব মানসিক ভাবে বিষন্নতা আনে।
বুলশিট জব করলে মানসিক বিষন্নতার সহ আরো অনেক নেতিবাচক বিষয় উদ্ভূত হয়।
আমাদের সমাজে কেন বুলশিট জব দিন দিন বেড়েই চলেছে কিভাবে রোধ করা যায় ?

বুলশিট জব কাকে বলে?

আমি Bullshit Jobs Summary করব আসা করি ভাল লাগবে এবং নতুন কিছু জানতে পারবেন। বুলশিট জব নিয়ে মানুষ যে কখনো ভেবেছে এটাই আমাকে অবাক করে দেয় বিশেষ করে ধন্যবাদ জানাই আমেরিকার নৃতত্ত্ব বিজ্ঞানী ডেভিড গ্রেবারকে। আমরা যে কাজ করি তার মধ্যে কিছু কাজ রয়েছে যাকে উনি বুলশিট জব বলে আখ্যায়িত করেছেন। এখন প্রশ্ন হল বুলশিট জব কাকে বলে ?

বুলশিট জব হলো বেতন কম, কম গুরুত্বপূর্ণ ও সমাজের জন্য অথবা ব্যক্তি পর্যায়ের মানুষের জন্য কম গুরুত্ব পূর্ণ কাজ। এ কাজগুলোকে বুলশিট জব বলা হয়। সমাজের জন্য যা গুরুত্বপূর্ণ কম বলে মনে হয় সেগুলোকেই বুলশিট জব বলা হয়। যেমন; আমি কিছুদিন আগে একটা বুলশিটির জব করেছি সেটা হল জাপানে ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ে যখন পৃথিবী বিজ্ঞান বিষয়ে স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্লাস লেকচার দিতে যাই তখন ঘটনাটি ঘটে।

আমার বন্ধু বলল আমি যেন ক্লাসে তার সাথে অংশগ্রহণ করি এবং ছাত্র-ছাত্রীদের ইংরেজি উচ্চারণের ভুল ধরিয়ে দেই। আমরা যথারীতি কোন একদিন ক্লাসে প্রবেশ করি এবং নিয়ম অনুসারে ছাত্রছাত্রীরা টেক্সট বইয়ের লাইন বাই লাইন পড়তে থাকে। আমি যথারীতি ৯০ মিনিটের ক্লাসে বসে থাকি এবং তাদের উচ্চারণ গুলো খেয়াল করি। যদিও আমার বন্ধু ক্লাস চলাকালীন সময়ে নিজেই করতে পারতো কাজটি কিন্তু আমাকে অতিরিক্ত দায়িত্বে রাখার জন্য এই কাজটি দেয়া হয়েছে।

আমি যখন ছাত্রছাত্রীদের উচ্চারণ লক্ষ্য করছি আমার বন্ধুটিও একই সাথে লক্ষ্য করছে অর্থাৎ আমরা দুজনেই তাদের উচ্চারণ লক্ষ্য করছি। এখানে আমি শুধুমাত্র অতিরিক্ত একজন ব্যক্তি হিসেবে ক্লাসরুমে প্রবেশ করেছি। এটা আমার কাছে একটি বুলশিট জব মনে হয়েছে কারণ আমি না থাকলেও কাজটি চলতে পারতো। আমি অন্য কোন কাজে ব্যস্ত থাকতে পারতাম। হতে পারে গবেষণামূলক কোন কাজে!
আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে । আমার এক বন্ধু একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করে সেখানে তার কাজ হল যখন কেউ ইলেকট্রনিক্স মেরামতের কাজ করার জন্য অর্ডার দেয় তখনই কেবল তাকে সে কাজটি করতে হয়। সাধারণত সে অফিসে বসে থাকে সারাদিনই বসে থাকে বলা যায়। এই ধরনের কাজ করে সে প্রতি মাসেই বেতন নেয়।

আমি আরো একটি উদাহরণ দেই। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে জাপানের শিংশু ইউনিভার্সিটির আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি পোস্ট ডক্টরাল চাকুরী নিয়ে।

Bullshit Jobs Summary
Bullshit Jobs লেখকঃ ডেভিড গ্রেবার ২০১৮

জাপানের শিংশু বিশ্ববিদ্যালয়ে আসার পরে পরিপূর্ণ একটি বছর কোন কাজ করতে পারিনি কারণ প্রফেসর আমাকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ দেয়নি দুএকটা ক্লাস লেকচার ছাড়া। শুধু শুধু আমি প্রতি মাসে বেতন নিয়েছি। হয়তো কখনো আমাকে মিটিংয়ে জয়েন করতে হয়েছে । এই যে একটি বছর আমি কাজ করার উদ্দেশ্য নিয়ে জাপানের বিশ্ববিদ্যালয়ে আসার পরেও কাজ করতে পারলাম না এটাই হল আমার জন্য বুলশিট জব। আমি প্রতিদিনই এসেছি কিন্তু কাজ করার অপেক্ষায় থেকেও কাজ করতে পারেনি।

বাংলাদেশের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সাথে সার্বক্ষণিক একজন অস্ত্রধারী নিরাপত্তা কর্মী থাকেন যেখানে ভাইস চাঞ্ছেলর মহোদয় যান অস্ত্রধারী নিরাপত্তা কর্মী সার্বক্ষণিক তার সাথে সাথেই থাকে। নিরাপত্তা কর্মীর কাজ হল একটি বুলশিট জব। তাকে নিরাপত্তা দেওয়ার থেকে তাকে শোভা বর্ধনকারী হিসেবেই বেশি মানানসই।এই ধরনের শোভা বর্ধনকারী অস্ত্রধারী নিরাপত্তা কর্মীরা শুধু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ই নয় সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের জন্য একজন করে এমন ব্যক্তি থাকেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের সামনেই একজনকে বসে থাকতে দেখা যায়, তার কাজ হল সবাইকে সালাম দেয়া এবং কুশল বিনিময় করা। প্রকৃতপক্ষে তার কাজগুলো নিরাপত্তা দেয়া। এই ধরনের নিরাপত্তা কর্মীদের খুব বেশি কাজ রয়েছে তা বলা যায় না কারণ প্রযুক্তিগত সহযোগিতা নিলে আমরা নিরাপত্তার কাজটি আরো সুন্দরভাবে করতে পারি। এই ধরনের কাজ হল বুলশিট জব । তাছাড়া সমাজ কাঠামো পরিবর্তনের সাথে সাথে বুলশিট জব অনেক কমিয়ে আনা যায়।

আমরা অনেক সময় দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপটে অথবা স্বজন প্রীতির দাসত্বে পড়ে একই অফিসে অধিক সংখ্যক কর্মচারী বা কর্মকর্তা নিয়োগ দেয়া হয়ে থাকে। সাধারণত সরকারি অফিসগুলোতে বেশি দেখা যায়। এই ধরনের প্রাকটিস প্রতিষ্ঠানগুলোতে বুলশিট জব ধারীর সংখ্যা বৃদ্ধি করে। এতক্ষণ আমরা বুলশিট জব কাকে বলে সেটা বোঝার চেষ্টা করলাম

এখন আমরা দেখব বুলশিট জব সম্বন্ধে সমাজের ভুল ধারণা কি রয়েছে?

বুলশিট জব সম্বন্ধে সমাজের অনেক ভুল ধারণার রয়েছে। বুলশিট জব সম্বন্ধে ধারণা না থাকার জন্যই মূলত এর জন্য দায়ী। আমরা ইতিমধ্যেই কয়েকটি উদাহরণ দিয়ে বুলশিট জব সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা পেয়েছি এখন আমরা সেই ধারণার ভিত্তিতেই সমাজে বিদ্যমান ভুল ধারণা গুলোকে আলোকপাত করার চেষ্টা করি। চলুন।

আমাদের সমাজে মেয়েদের কে অনেক সময় অকর্মণ বলে কটু কথা বলা হয়। মেয়েদের কাজগুলোকে সামাজিক দৃষ্টিকোণ থেকে কম গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয় ।
মেয়েদের কাজগুলোকে বুলশিট জব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। এটা সমাজের কিছু মানুষের ভুল ধারণার অথবা অজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হয়। বুলশিট জব কাকে বলে সেটা তো নিশ্চয়ই মনে আছে? যে কাজ সমাজ ও ব্যক্তির জন্য কম গুরুত্বপূর্ণ তাই বুলশিট জব।

তবে আর একটি বিষয় এখানে জানা দরকার বলে মনে করি তা হল বুলশিট জবের বিপরীত কি রয়েছে? যে কাজগুলো সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই হলো বুলশিট জবের বিপরীত। সমাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেমন শিক্ষকের পাঠ দান, ডাক্তারের সেবা প্রদান ইত্যাদি ।
বুলশিট জব সম্বন্ধে আরো কিছু ভুল ধারণা রয়েছে । যারা নাপিত অথবা মুচি, ডোম, এদের কাজগুলো কে সমাজের চোখে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই এগুলোকে তারা বুলশিট জব মনে করে কিন্তু এগুলো সমাজের জন্য কাজ এই কাজগুলো বুলশিট জব নয়।

সমাজে আরো কিছু ভুল ধারণা রয়েছে শুধুমাত্রই সরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাওয়া যায় কিন্তু বেসরকারি এবং প্রাইভেট কোম্পানিগুলোতেও এই বুলশিট জব দেখতে পাওয়া যায়। আমার একজন পরিচিত মেয়ে সে পড়াশোনা করা অবস্থায় পার্ট টাইম চাকরি হিসেবে একটি প্রতিষ্ঠানের রিসিপশনিস্ট পদে চাকরি নিয়েছিল তার কাজ হল অফিসে কে আসলো, কে গেল এগুলো খেয়াল করা। আগত অতিথিদের সাথে খুব কমই কুফল বিনিময় হতো। অফিসের শোভা বর্ধনকারী হিসেবে তাকে রিসিপশনিস্ট পদে রাখা হয়েছিল এবং প্রতি মাসে তাকে বেতন দেয়া হতো। এটা হল একটি বুলশিট জব ।

তাই বলা যায় সরকারি প্রতিষ্ঠানেই নয় শুধু বেসরকারি এবং প্রাইভেট কোম্পানিগুলোতেও বুলশিট জব রয়েছে।

বুলশিট জব কত প্রকার ?

নৃবিজ্ঞানী গ্রেবার কিছু কাজকে এই “আজাইরা” বা আমার ভাষায় “অতিরিক্ত” ধারণার আলোকে একটু ঘেঁটে দেখেছেন। মূলত এটাই Bullshit Jobs Summary বলা যায়। গ্রেবার মূলতঃ ৫ ধরণের কাজকে “আজাইরা” কাজ বলেছেন।

একঃ হুঁকোবরদার (Flunkies)

এরা আপনার জন্য এমন সব কাজ করে যা আপনি নিজেই করতে পারেন। কিন্তু আপনি এদের পোষেন নিজেকে আজাইরা গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য। যেমন, দরজা খুলে দেয়ার লোক, লিফ্টম্যান, অভ্যর্থনাকারী ইত্যাদি।এক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের পেছন, পেছন ঘুরে বেড়ানো “সহমত” ভাই-বোনদের কথাও বলতে পারি।

দুইঃ পান্ডা (Goons)

এদের আপনার দরকার শুধুই এই কারণে যে অন্যদেরও “পান্ডা” আছে। যেমন, লবিস্ট, জনসংযোগ বিশেষজ্ঞ, টেলিমার্কেটিয়ার, কর্পোরেট আইনজীবী, সেনাবাহিনী, দেহরক্ষী ইত্যাদি।

তিনঃ বুধো (Duct tapers)

এদের রাখা হয় অপদার্থ বড়োসাহেবদের আজাইরা ভুলের দায় কাঁধে নিতে। অর্থাৎ, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে। তবে এদের অন্য নামেও ডাকা যায় যেমন এদের কাজ হল প্রকৃত সমস্যা কে সমাধান না করে জোড়া তালি দিয়ে ক্ষণিকের জন্য মেরামত করা।

চারঃ অনুমোদনকারী (Box tickers)

যেমন, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, Ranking কর্মকর্তা। কিছু মানুষ রয়েছে যারা ঘুরে ঘুরে কাজ দেখে কিন্তু নিজে কোন কাজ করে না ।

পাঁচঃ পরিদর্শক, তত্ত্বাবধায়ক (Taskmasters)

এরা হুদাই প্যাঁচায়া, প্যাঁচায়া মানুষের খুঁত ধরে আর কাজ বাড়ায়। যেমন কোন অনুষ্ঠানে খাবার পরিবেশনকারীদের কে দেখিয়ে বলেন এই ওখানে খবার দেন এখানে প্লেটে ভাত নেই এই জল নিয়ে আস ইত্যাদি ।

বুলশিট জব মানসিক ভাবে বিষন্নতা আনে।

বুলশিট জব করলে একঘেয়েমি চলে আসে। তাই এই ধরনের জব করলে মানসিক বিষণ্ণতা চলে আসে। দীর্ঘ দিন একি কাজ করতে করতে মন বিষিয়ে ওঠে । যেমন ডাটা এন্ট্রি এর কাজ এমন একটি উদাহরণ। তাছাড়া প্রতি মাসে পূর্ণ বেতন নিয়ে দীর্ঘদিন ভাল থাকা যায় না । একটা সময় মনে অপরাধ বোধ কাজ করে তখন এই বুলশিট কাজ  আমাদের মানসিক বিষণ্ণতা সৃষ্টি করে। সমাজে আমরা ব্যক্তি পর্যায়ে সম্মান ও মর্যাদা নির্ধারণ করি কাজের গুনগত মান ও সমাজের জন্য অথবা সমাজের মানুষের জন্য কতটুকু গুরুত্ব বহন করে তার উপর । তাই এক ঘেয়েমি কাজ বা সারা দিন বসে থেকে দু একটি কাজ করে ফুল বেতন নেয়া কোন সুস্থ মানুষের মন সায় দেবে না। তাই Bullshit Jobs Summary করলে বলা যায় বুলশিট জব করলে মানসিক উদাসীনতা চলে আসে এবং অর্থনৈতিক উন্নতি ও হয় না যতক্ষণ না কেউ এর থেকে মুক্ত হয়।

বুলশিট জব করলে মানসিক বিষন্নতার সহ আরো অনেক নেতিবাচক বিষয় উদ্ভূত হয়।

Bullshit Jobs Summary তে আরও সংক্ষেপে কয়েকটি বিষয় বলতে চাই মানসিক অবসাদ ছাড়া আর কিকি সমস্যা তৈরি করে। আমার পরিচিত একজন বিশ্ব বিদ্যালয়ে কর্মচারী পদে চাকরি করে। যেহেতু সে বুলশিট জব করে তাই আমি কখনই তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একজন দক্ষ বা প্রয়োজনীয় কর্মী বলে মনে করি না। আমি সাধারণত তাকে কোন কাজ ই দেই না । কারণ আমার কাছে তার গ্রহণ যোগ্যতা কমে গিয়েছে। ঠিক এভাবেই আমরা যারা বুলশিট জব করি তাদের গ্রহণ যোগ্যতা কমে যায়। যারা যারা যতদিন না এমন সব কাজ থেকে বেরিয়ে এসে দক্ষ কর্মী হবে তত দিন তাদের প্রতি সমাজের অন্য মানুষের ধ্যান ধারনা এমনভাবেই নেতিবাচক হয়ে থাকেবে।

আমাদের সমাজে কেন বুলশিট জব দিন দিন বেড়েই চলেছে কিভাবে রোধ করা যায় ?

Bullshit Jobs Summary করলে বলা যায় অনেক ভাবে এই বুলশিট জব এর সংখ্যা কমানো যায়। আমি আমার ইউটিউব ভিডিওতে এই বিষয়ে জাপানের উদাহরণ এনে বিস্তারিত বলার চেষ্টা করেছি।

এখানে বুলশিট জব কিভাবে কমানো যায় তার জন্য একটি ইউটিউব ভিডিও> লিঙ্ক বুলশিট জব কিভাবে কমানো

 

শুধু মাত্র সরকারি প্রতিষ্ঠানেই অধিক সংখ্যক বুলশিট জব রয়েছে। তবে প্রাইভেট কোম্পানিগুলোতেও বুলশিট জব রয়েছে । বুলশিট জব কমানোর জন্য কয়েকটি প্রস্তাবনা মিছে দেয়া হলঃ Bullshit Jobs Summary

 

⇒ সমস্ত প্রতিষ্ঠানে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে থাকবে জবাবদিহিতা।

⇒ নিজের কাজ নিজে করতে শিখতে হবে কোন ধরনের আলগা সাহায্যকারীর সাহায্য নেয়ে যাবে না বিশেষ করে ভৃত্য রাখা  বন্ধ করতে হবে।

⇒ দরজা খুলে দেয়া বা পাশে দাঁড়িয়ে বাতাস দেয়ার মত শোভা বর্ধনকারীদের বাদ দিতে হবে । এই সব রাজকীয় প্রথা অতীতে রাজ প্রাসাদে বেশি মানাত।

⇒ নিজে বুলশিট জব করছি কিনা সে বিষয়ে একটু নিজেই প্রশ্ন করতে শিখুন। আপনার কাজ সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভেবে দেখুন এবং আপনি যদি বুলশিট জব করেন তবে পরিত্যাগ করে নতুন দায়িত্বপূর্ণ জব নিন।

লেখক ও অনুবাদক

আকজের বিষয়ঃ

Bullshit Jobs Summary: বুলশিট জব বইটি থেকে সংক্ষেপে

ড. রমন কুমার বিশ্বাস