অজানা খনির নতুন মনির গেঁথেছি হার
ক্লান্তি বিহীনা নবীনা বীণায় বেধেছি তার
যেমন নূতন বনের দুকুল যেমন নূতন আমের মুকুল
মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার
তেমনি আমার নবীন রাগের নব যৌবনে নব সোহাগের
রাগিণী উচিয়া উঠিল নাচিয়া বীণার তার
যে বানী আমার কখন কারো হয়নি বলা
তাই দিয়ে গানে রচিব নতুন নৃত্য কলা
আজি অকারণ বাতাসে বাতাসে যুগান্তরের সুর ভেসে আসে
মর্মর স্বরে বনের ঘুচিল মনের ভার
যেমনি ভাঙ্গিল বানীর বন্ধ উচ্ছসি উঠে নূতন ছন্দ
সুরের সাহসে আপনি চকিত বীণার তার
২৭ শ্রাবণ ১৩৩৫ (১৯২৮)
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন