Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

অজানা খনির নতুন মনির গেঁথেছি হার

Spread the love

অজানা খনির নতুন মনির গেঁথেছি হার

ক্লান্তি বিহীনা নবীনা বীণায় বেধেছি তার

যেমন নূতন বনের দুকুল যেমন নূতন আমের মুকুল

মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার 

তেমনি আমার নবীন রাগের নব যৌবনে নব সোহাগের

রাগিণী উচিয়া উঠিল নাচিয়া বীণার তার 

যে বানী আমার কখন কারো হয়নি বলা

তাই দিয়ে গানে রচিব নতুন নৃত্য কলা

আজি অকারণ বাতাসে বাতাসে যুগান্তরের সুর ভেসে আসে

মর্মর স্বরে বনের ঘুচিল মনের ভার

যেমনি ভাঙ্গিল বানীর বন্ধ উচ্ছসি উঠে নূতন ছন্দ

সুরের সাহসে আপনি চকিত বীণার তার

২৭ শ্রাবণ ১৩৩৫ (১৯২৮)

rabindranath