অনন্ত সাগর মাঝে দাও
অনন্ত সাগর মাঝে দাও তরী ভাসাইয়া
গেছে সুখ গেছে দুখ গেছে আশা ফুরাইয়া
সম্মুখে অন্ত রাত্রি আমরা দুজনে যাত্রী
সম্মুখে শয়ান সিন্ধু দিক্বিদিক হারাইয়া
জলধি রয়েছে স্থির ধু ধু করে সিন্ধু তীর
প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া
নাহি সাড়া নাহি শব্দ মগ্নে যেন সব স্তব্ধ
রজনী আসিছে ধীরে দুই বাহু প্রাসারিয়া…
চৈত্র ১২৮৮ (১৮৮২)
রবীন্দ্র সঙ্গীত
অনন্ত সাগর মাঝে দাও
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার