colorgeo.com

Disaster and Earth Science

অনন্ত সাগর মাঝে দাও

Salma Akbar
Salma Akbar

অনন্ত সাগর মাঝে দাও তরী ভাসাইয়া

গেছে সুখ গেছে দুখ গেছে আশা ফুরাইয়া

সম্মুখে অন্ত রাত্রি আমরা দুজনে যাত্রী

সম্মুখে শয়ান সিন্ধু দিক্বিদিক হারাইয়া

জলধি রয়েছে স্থির ধু ধু করে সিন্ধু তীর

প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া

নাহি সাড়া নাহি শব্দ মগ্নে যেন সব স্তব্ধ

রজনী আসিছে ধীরে দুই বাহু প্রাসারিয়া…

চৈত্র ১২৮৮ (১৮৮২)