অনেক দিনের আমার যে গান
অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও কোন বাতাসে
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে
যার আশা আজ শূন্য হল কি সুর জাগাও তাহার আশে
সকল গৃহ হারাল যার তোমার তানে তারি বাসা
যার বিরহে নাই অবসান তার মিলনের আনে ভাষা
শুকালো যেই নয়ন বারি তোমার সুরে কাঁদন তারি
ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দুর আকাশে
পৌষ ১৩৩৬ (১৯৩০)
অনেক দিনের আমার যে গান
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি