Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটু খানি পাওয়া

Chinmoy Chatterjee
Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ Chinmoy Chatterjee


অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটু খানি পাওয়া

সেই টুকুতেই জাগায় দখিন হাওয়া

দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা

বাহির হতেই তাদের যাওয়া আসা 

কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা

সে যেন মোর চির দিনের চাওয়া

হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে

রইল গাঁথা মোর জীবনের হারে

সেই যে আমার জোড়া দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা 

সেই নিয়ে আজ সাজাই আমার থালা 

এক পলকের পুলক যত এক নিমিষের  প্রদীপ খানিজ্বালা

একতারাতে আধখানা গান গাওয়া।।


আশ্বিন ১৩২৫ (১৯১৮)