colorgeo.com

Disaster and Earth Science

অন্তর মও বিকশিত করো অন্তর তর হে

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ কোরাস


অন্তর মও বিকশিত করো অন্তর তর হে

নির্মল করো উজ্জ্বল করো নির্ভয় করো হে

জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে

মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে

যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ

সঞ্চার করো হে সকল কর্মে শান্ত তোমার ছন্দ

চরণ পদ্মে মম চিত্ত নিস্পন্দিত করো হে

নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে…।


২৭ অগ্রহায়ণ ১৩১৪ (১৯০৭)