Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া

Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ Dwijen Mukhopadhyay


অমল কমল সহজে জলের কোলে

অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া 

ফিরে না সে কভু আলয় কোথায় বলে ধুলায় ধুলায় লুটিয়া

তেমনি সহজে আনন্দে হরষিত 

তোমার মাঝারে রব নিমগ্নচিত

পূজা শতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া

কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু শুধাব  না কোন পথিকে

তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু যখন ফিরিব যে দিকে

চলিব যখন তোমার আকাশে গেহে

তোমার অমৃত প্রবাহ লাগিবে দেহে

তোমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসেবে ছুটিয়া।।

অমল কমল সহজে জলের কোলে


১৩০৭ (১৯০১)

অমল কমল সহজে জলের কোলে